শীত মানেই চুলের বাড়তি রুক্ষতা। রুক্ষ ও শুষ্ক চুল দ্রুত ভেঙে যায়। ফলে শীতে চুল ভেঙে যাওয়ার সমস্যা বেশি দেখা দেয়। কিছু নিয়ম মেনে চললে শীতেও চুল থাকবে ঝলমলে ও সুন্দর।
১। সপ্তাহে দুইদিনের বেশি চুলে জল লাগাবেন না। বার বার চুলে জল লাগালে চুল দ্রুত রুক্ষ হয়ে যায়।
২। গরম জল দিয়ে চুল ধোবেন না। ঠাণ্ডা জল অথবা কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন চুল।
৩। শ্যাম্পু শেষে লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করুন।
৪। সপ্তাহে একদিন চুলে গরম তেল ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তেল ম্যাসাজের পর গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখলেও উপকার পাবেন।
৫। ভেজা চুল আঁচড়াবেন না বা তোয়ালে দিয়ে জোরে মুছবেন না।
৬। চুলে অ্যালোভেরা জেল লাগান। কিছুক্ষণ রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৭। অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ঘষে ঘষে চুলে লাগান। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।