বিনোদন

ছেলের বউকে ২০ ক্যারেট হীরার আংটি দেবেন শিল্পা

মাত্র আট বছর ছেলের বয়স অথচ ছেলের বিয়ে নিয়ে ভেবে ফেলেছেন অভিনেত্রী শিল্পা শেঠি। কী আছে সেই ভাবনায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ অভিনেত্রী।

জনপ্রিয় ফ্যাশনবিষয়ক সাময়িকী ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা শেঠি বলেছেন, ‘আমি সব সময় আমার ছেলেকে বলি, যদি তোমার স্ত্রী আমার পছন্দ হয়, তবে সে আমার কাছ থেকে ২০ ক্যারেট হীরার আংটি উপহার পাবে। আর না হলে তাকে ছোট কিছু উপহার দেওয়া হবে।’

সাক্ষাৎকারে শিল্পা শেঠি আরো জানিয়েছেন, তিনি গয়না কেনার সময় উত্তরাধিকারীর কথা চিন্তা করে কেনেন।

১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘বাজিগর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন শিল্পা শেঠি। এরপর ৪০টি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। শিল্পা প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আগ’ সিনেমায়।