নির্বাচন শেষ, প্রকাশিত ফলাফল। ভোটের আগেই জেলবন্দি শাহজাহান দাবি করেছিলেন, বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল ৩ লক্ষের বেশি ভোটে জিতবে। ৪ জুন, ভোটের ফলপ্রকাশের পর দেখা গেল শেখ শাহজাহানের ভবিষ্যদ্বাণী মিলে গেল।
বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ৩ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছে বসিরহাটে তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম। ১৪ দিনের জেল হেফাজতের শেষ শুক্রবার শাহজাহানকে আদালতে তোলা হয়। তাঁর সঙ্গে শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা-সহ আরও বেশ কয়েকজনকেও আদালতে তোলা হয়।
শুক্রবার শেখ শাহজাহানকে গাড়ি থেকে নামানোর সময় তার অনুগামীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। সেই স্লোগান শুনে বসিরহাটে তৃণমূল প্রার্থীর জয় নিয়ে মুখ খুললেন শাহজাহান। তিনি বলেন, ‘আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে।’