গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই শেখ শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানান, সন্দেশখালির তৃণমূল নেতাকে ছয় বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হল। এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বলেন, “দলের কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তৃণমূল যে পদক্ষেপ করে, এটাই তার আসল প্রমাণ। যদিও তৃণমূলের কাছে এটা নতুন কিছু নয়। কিন্তু বিজেপি তো আর তৃণমূল নয়! আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা বা নারায়ণ রাণেকে সাসপেন্ড করে দেখাক উনি।”
এদিকে, সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের গ্রেফতারির মামলার তদন্তভার ইতিমধ্যেই গিয়েছে সিআইডি-র হাতে। এবার থেকে এই মামলা তদন্ত করবে সিআইডি। শাহজাহানকে আজ বসিরহাট থেকে সোজা নিয়ে আসা হয় ভবানী-ভবনে। আগামী দশ দিন তাঁকে সেখানে রাখা হবে বলেই জানা গিয়েছে।