সেরামের দেওয়া টিকায় টিকাকরণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভ্যাকসিন সঙ্কটের মধ্যে ভারত থেকে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাতে বাংলাদেশে টিকার আকাল দেখা দিয়েছে। শেষ হয়ে যাচ্ছে মজুত থাকা টিকা। এই পরিস্থিতিতে আমেরিকার কাছে মজুত থাকা ৪০ লক্ষ অ্যাস্ট্রাজ়েনেকার টিকা চেয়েছে বাংলাদেশ।
সোমবার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এই বিষয়ে জানিয়েছেন। তিনি এও জানান, বাংলাদেশের অনুরোধ সক্রিয়ভাবে বিবেচনা করে দেখা হচ্ছে। তাঁর লেখা চিঠির জবাবও দু’একদিনের মধ্যেই মিলবে।
বাংলাদেশে টিকা উৎপাদন করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল ভারত থেকে ৩ কোটি টিকা আসবে বাংলাদেশে। ৬ মাসে আসার কথা ছিল ভ্যাকসিনের এই ৩ কোটি ডোজ়। কিন্তু মার্চ মাসের পর ভারত থেকে আর টিকা আসেনি। তাই টিকার জন্য বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশে।
