বাংলাদেশ

ভুটানের রাজাকে ফল পাঠালেন শেখ হাসিনা

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই উপহার পেয়ে আপ্লুত ভুটানের রাজা। পড়শি দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের জন্যও উপহার স্বরূপ ফল পাঠিয়েছেন তিনি। ভুটানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভাল। করোনা আবহে তা আরও উন্নতি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রীর মধ্যে ছিল দুই হাজার কেজি আম ও কাঁঠাল–সহ মোট ১৫০ বাক্স মরশুমি ফল। বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর জন্য আম–কাঁঠাল পাঠালেন প্রধানমন্ত্রী। বুড়িমারি স্থলবন্দরে এসব ফলের বাক্স এসে পৌঁছয়। বুড়িমারি স্থলবন্দর দিয়ে ফল পাঠানোর বিষয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রকের (রাষ্ট্রাচার অনুবিভাগ, সফর শাখা-২) সহকারী সচিব মহম্মদ জাবের হায়দার একটি স্বাক্ষরিত চিঠি পাঠান।

এদিন উপহার পাঠানোর সময় বুড়িমারিতে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বুড়িমারী কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার, স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মহম্মদ মাহফুজুল ইসলাম ভূঁঞা, বুড়িমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত, বুড়িমারি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা অচিন্ত কুমার ঝাঁ, ভারতীয় চ্যাংরাবান্দা শুল্ক স্টেশনের কাস্টমসের প্রতিনিধি নীলকান্ত মিশ্র ও ইন্সপেক্টর অনুপ সাহা প্রমুখ।