বাংলাদেশ

নরেন্দ্র মোদীকে অভিনন্দন শেখ হাসিনার

করোনা সংকটকালে ভারত থেকে কোভিড–১৯ টিকার ২০ লক্ষ ডোজ উপহার এল বাংলাদেশে। এই উপহারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির অনুষ্ঠানে উদ্বোধনের সময় তিনি এই ধন্যবাদ জানান। ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন ‘পদ্মা’য় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে টিকা হস্তান্তর করেন।
টিকা–উপহার ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্কের পরিচয় বলে মন্তব্য করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। ভারতীয় হাইকমিশনার তাঁর বক্তৃতায় বলেন, ‘‌ভারতের উপহার হিসাবে দেওয়া টিকার মধ্যে সবচেয়ে বড় চালানটি বাংলাদেশে এসেছে।’‌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‌ভারতের উপহার দেওয়া করোনার টিকা এসে পৌঁছেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ জানাই। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি এই টিকারই ৩ কোটি ডোজ কিনছে বাংলাদেশ সরকার।’‌
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. আবদুল মোমেন জানান, এই উপহার বাংলাদেশ–ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ভবিষ্যতে দুই দেশের এক সঙ্গে পথ চলা সুগম হবে। বিশ্বের মধ্যে করোনা সংক্রমিত দেশের তালিকায় বাংলাদেশ ২০তম স্থানে রয়েছে। এখন করোনার টিকা আমদানিতে বাংলাদেশ ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, মুক্তিযুদ্ধের সময় ভারত–বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল। আজ মহামারির সময় তারা আবার বাংলাদেশের পাশে দাঁড়াল। করোনার টিকা উপহার দিয়ে ভারত আবার বন্ধুত্বের পরিচয় দিয়েছে। করোনা ভ্যাকসিন বিষয়ক অ্যাপ ‘সুরক্ষা’র প্রস্তুতিপর্বও সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ স্বাস্থ্য মন্ত্রকে অ্যাপলিকেশনটি হস্তান্তরের মাধ্যমে বুঝিয়ে দেবে। এই অ্যাপে দেশের নাগরিকদের ডিজিটাল রেজিস্ট্রেশন শুরু হবে।