দক্ষতার সঙ্গে কর্তব্য পালন করতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেড অনুষ্ঠানে রাখা প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত প্যারেডের অভিবাদনও গ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনের সবসময় এই কথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে আর তার জন্য কর্তব্য পালন করতে হবে। তোমরা যে শপথ গ্রহণ করেছো তার মধ্যে দিয়ে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়ল। সে কথা সবসময় মনে রাখতে হবে। মনে রাখতে হবে, তোমরা এই দেশের সন্তান, এই দেশের গ্রামে, গঞ্জে, শহরে তোমাদের মা–বাবা সবাই ছড়িয়ে আছেন। দেশের উন্নতি হলে সবার উন্নতি হবে।
প্রাকৃতিক দুর্যোগ–সহ বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আর জানান, আমাদের সেনাবাহিনী মানুষের জন্যই। জনগণের সেনাবাহিনী, জনগণের পাশেই দাঁড়াবে। এজন্যই যে কোনও দুর্যোগের মোকাবিলায় আমাদের সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে। ১৯৭৫ সালে জাতির পিতা বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে পার্সিং আউট ক্যাডেটদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা উদ্ধৃত করেন।
সততা–নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে জীবন চলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবনে সবচেয়ে বড় কথা সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং দেশ মাতৃকাকে ভালবাসা। জাতির পিতার এই নির্দেশ, এই উপদেশ চলার পথে সব সময় মনে রাখবে। আমি তোমাদের পরিবারেরই একজন। তোমাদের প্রতি আমার সব সময় দোয়া ও আর্শীবাদ থাকবে। তোমরা দেশকে ভালবাসবে, দেশের মানুষকে ভালবাসবে। মানুষের জন্য কর্তব্য পালন করবে।’
বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি ভাটিয়ারিতে অনুষ্ঠিত বিএমএ ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সে ১১৬ জন বাংলাদেশি, তিনজন ফিলিস্তিনি এবং একজন শ্রীলঙ্কান ক্যাডেট–সহ সর্বমোট ১২০ জন ক্যাডেট কমিশন লাভ করেছেন। চট্টগ্রামের ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে ক্যাডেটদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
