বাংলাদেশ

মমতাকে অভিনন্দন জানালেন হাসিনা

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই তিনি শপথ নিয়ে রাজ্যের কাজ শুরু করেছেন। এই কৃতিত্বের জন্য বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর বিষয়টি সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জীবন।
একুশের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে তাঁর দল তৃণমূলের জয়লাভের জন্যও নেত্রীকে অভিনন্দন জানান শেখ হাসিনা। উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধুর সম্পর্কের কথা সকলের জানা। বিতর্কিত তিস্তার জল নিয়ে টানাপোড়েনও সেই সম্পর্কে দাগ কাটতে পারেনি। ফলে মমতার জয়ে যে হাসিনা আন্তরিক শুভেচ্ছা জানাবেনই, তা প্রত্যাশিত।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তাঁকে লেখা চিঠিতে ড. এ কে আবদুল মোমেন জানান, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের জন্য সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। কারণ, আপনি বাঙালির দীর্ঘ লালিত মূল্যবোধ ‘ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ’ ধারণ করেছেন। যে ক্ষেত্রে বঙ্গবন্ধু সারাজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন।