বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশ এক প্রবীণ জননেতাকে হারাল আর আমি হারালাম বঙ্গবন্ধুর আদর্শে চালিত এক বিশ্বস্ত সহকর্মীকে’।
ছয়বারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবেক ডেপুটি স্পিকার শওকত আলি সোমবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় বলেছেন, তিনি একজন সামরিক অফিসার হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যে সাহসী ভূমিকা রেখেছেন তা অতুলনীয়। স্মৃতি রোমন্থন করে বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘শওকত আলির সঙ্গে আমার ঘনিষ্ঠতা বহু দিনের। মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে শওকত আলির অবদান বাঙালি জাতি চিরকাল স্মরণ রাখবে।’