কয়লা পাচার কাণ্ডে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই। বুধবার সকালেই তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়। তবে রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে হাজিরা দিলেন না শওকত। চিঠি লিখে তিনি সিবিআইকে জানিয়ে দেন ভোট মিটলে হাজিরা দেবেন।
শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ডহারবার কেন্দ্রে ভোট। তার আগে শওকতকে বুধবারই নিজামে হাজিরা দিতে বলা হয়েছিল। যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ভাঙড়। ভাঙড়ের পর্যবেক্ষক হিসেবে এই মুহূর্তে তাঁর ব্যস্ততা তুঙ্গে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকতের নিজের এলাকা পড়ে জয়নগর লোকসভার মধ্যে। তাই ১ তারিখ পর্যন্ত তিনি যে ব্যস্ত সিবিআইয়ের এত্তেলা পেয়ে সঙ্গে সঙ্গেই সে কথা জানিয়ে দেন শওকত।
You must be logged in to post a comment.