অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে প্রায় দু’মাস ধরে যাবতীয় রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাকে নিয়ে প্রতিদিনই একের পর এক খবরে সামাজিকমাধ্যম তোলপাড়। এরই মধ্যে ‘টক অব দ্য টাউন’ রিয়া এবং পরিচালক মহেশ ভাটের মধ্যেকার সম্পর্ক। কখনো রিয়ার কাঁধে মহেশের মাথা রাখা ছবি ভাইরাল হয়ে যাচ্ছে, আবার কখনো বা ফাঁস হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে তাদের ব্যক্তিগত কথোপকথন। তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে নেটাগরিকদের কৌতূহলের শেষ নেই। আর নেটাগরিকদের মতোই তাদের সম্পর্ক নিয়ে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা কৌতূহলী।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবাই জানতে চায় মহেশ ভাট কি রিয়ার কাছে ‘ফাদার ফিগার’, ‘গডফাদার’, নাকি তাদের সম্পর্ক আরও বেশি কিছু?
এ নিয়ে তার কী মনে হয়? এমন প্রশ্নের উত্তরে অভিনেতার বক্তব্য, রিয়াকে কোনোদিনই সামনাসামনি তিনি দেখেননি। এমনকি, মহেশ ভাটের সঙ্গেও বছর পাঁচেক তার দেখা হয়নি। তাই এ বিষয়ে বিশেষ কিছু বলতে না পারলেও তিনি এ সম্পর্ক নিয়ে জানতে চান। পাশাপাশি, সিবিআইয়ের সামনে যাতে সমস্ত তথ্যপ্রমাণ পেশ করা হয় তা-ও দাবি করেছেন শত্রুঘ্ন।