বাঙালি অভিনেতারা এখন চুটিয়ে বলিউডে অভিনয় করছেন। ফের বলিউড ছবিতে অভিনয় করতে দেখা যাবে টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। বলিউডের সুপারস্টার অনিল কাপুরের সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি নিজেই জানিয়েছেন শাশ্বত।
অনিল কাপুরের সঙ্গে ছবিটি পোস্ট করেছেন শাশ্বত। ক্যাপসনে লিখেছেন, “আমার সবচেয়ে বড় ফ্যানবয় মোমেন্ট! এক এবং অদ্বিতীয় অনিল কাপুরের সঙ্গে পরবর্তী ছবির প্রস্তুতি।”
এর আগেও শাশ্বত চট্টোপাধ্যায় একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন। অনুরাগ কশ্যপের সঙ্গে ‘দোবারা’ ছবিতে কাজ করেছেন। কঙ্গনা রানাউতের সঙ্গে ‘ধাকড়’ সিনেমার শুটিংও শেষ হয়েছে শাশ্বতর। করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু করজোড়ে সে প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা। কারণ সে চরিত্রের জন্য ভারতনাট্যম শিখতে হতো। আর এক মাসের মধ্যে এমন একটা নৃত্যশৈলী শেখা সম্ভব নয় বলেই মনে করেন তিনি। সম্প্রতি, ডেট সমস্যার জন্য করিনা কাপুরের ‘হিরোইন’ ছবিতে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন শাশ্বত।
২০১২ সালে তিনি মুম্বইয়ে ডাক পান। পরিচালক সুজয় ঘোষ তার ‘কাহানী’ ছবিতে ‘বব বিশ্বাস’ নামক একজন সাইকিক কিলারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন। পর্দায় বব বিশ্বাসের এক্সপ্রেশান এবং বাচন ভঙ্গী খুবই ভীতির উদ্রেগ করে। তাঁর একটা ডায়লগ “নমস্কার, আমি বব বিশ্বাস বলছি, ১ মিনিট…”, শান্ত স্বরে এই কথা বলার সঙ্গে সঙ্গে খুন করে ফেলত চরিত্রটি। এই ডায়ালগ দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে।