এনসিপি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার। এ দিন নিজেই এই ঘোষণা করেছেন প্রবীণ রাজনীতিবিদ৷ তবে তিনি পুরোপুরি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি পাওয়ার৷
১৯৯৯ সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র প্রতিষ্ঠা করেছিলেন পাওয়ার৷পাওয়ারের পর এনসিপি প্রধানের পদে কে বসবেন, তা এখনও স্পষ্ট নয়৷ গত কয়েকদিন ধরেই ভাইপো অজিতের সঙ্গে শরদ পাওয়ারের সংঘাতের খবর সামনে আসছিল৷ এই পরিস্থিতির মধ্যেই আজ সেই অজিত পাওয়ারকে পাশে বসিয়েই নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে দলের সভাপতির পদ ছাড়ার ঘোষণা করেন মহারাষ্ট্রের চার বারের মুখ্যমন্ত্রী পাওয়ার৷
পদত্যাগের কথা জানিয়ে পাওয়ার বলেন, ‘গত ছ’ দশক ধরে মহারাষ্ট্রের মানুষ আমাকে যে ভালবাসা এবং সমর্থন দিয়েছেন, তা ভোলার নয়৷ কিন্তু এখন নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে৷’
জানা গিয়েছে, দলের পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগ করতে বিশেষ প্যানেল গঠন করেছে এনসিপি। সেই প্যানেলে রাখা হয়েছে দলের বিদ্রোহী নেতা অজিত পাওয়ারকেও।
ঘোষণার পরেই প্রতিবাদ শুরু করেন তাঁর অনুগামীরা। ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করতে পাওয়ারকে অনুরোধও করেছেন তাঁরা। তবে দলের তরফে অজিত পাওয়ার বলেন, ইস্তফা প্রসঙ্গে দলের সিদ্ধান্তই মেনে নেবেন সদ্য প্রাক্তন সুপ্রিমো।