শনিবার, টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শুধু হারিয়ে নয় একেবারে উড়িয়ে দিল ইংল্যান্ড। আর সেই সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল ইংল্যান্ড।
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ২০ ওভারে মাত্র ১২৫ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়া। সেই রান ১২ ওভার সম্পুর্ণ হওয়ার আগেই তুলে নেয় ইংল্যান্ড।
দিনটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। ডেভিড ওয়ার্নার(১), স্টিভ স্মিথ (১), গ্লেন ম্যাক্সওয়েল (৬) এবং মার্কাস স্টোয়নিসও (০)। ২১ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় অস্ট্রেলিয়া। এমত পরিস্থিতিতে ম্যাচের হাল ধরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং ম্যাথু ওয়েড।
এদিন জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফর্মে খেলতে থাকে ইংল্যান্ড। ৬৬ রানে ইংল্যান্ড প্রথম উইকেট হারায়। জাম্পার বলে এলবিডব্লিউ হন রয় (২২)। ম্যাচ তখন ইংল্যান্ডের হাতের নাগালে। মাত্র ৮ রানে ফেরেন মালান। আর ম্যাচের বাকিটা করেন বাটলার ও বেয়ারস্টো। শেষ পর্যন্ত বাটলারের ৫টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৭১ রানের ইনিংসে জয় আসে ইংল্যান্ডের।