খেলাধুলা দেশ ব্রেকিং নিউজ

লজ্জা! আন্তর্জাতিক স্তরে নির্বাসিত ভারতীয় কুস্তি সংস্থা

ভারতীয় কুস্তির কালো দিন। ভারতীয় কুস্তি সংস্থার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিল বিশ্ব কুস্তি সংস্থা বা ইউনাইটেড ওয়ার্ড রেসলিং ফেডারেশন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে না পারার জন্য ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে নেওয়া হল এই কঠোর পদক্ষেপ। এরফলে দেশের কুস্তি সংস্থাকে কলঙ্কিত হতে হল বিশ্বে দরবারে। নির্বাসন কালে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিতে পারবেন না ভারতীয় কুস্তিগীররা।

এই সময়ের মধ্যে প্রতিযোগিতায় নামলে দেশের পতাকা ছাড়া নামতে হবে। আগামী মাসে রয়েছে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার ট্রায়ালের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। এই সময়ে বিশ্ব কুস্তি সংস্থার এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন ভারতীয় কুষ্টিগীররা। প্রসঙ্গত, মহিলা কুস্তিগীরদের শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে

তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলে দুদফায় দীর্ঘদিন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করেন ভি ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। এরপর দীর্ঘ টালবাহানার পর ভেঙে দেওয়া হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থাকে। অবশেষে দীর্ঘ টালবাহানার পর শাস্তির খবর জানিয়ে দেয় বিশ্ব কুস্তি সংস্থা।