রাজ্য লিড নিউজ

Shaktipur Murder Case: শুধু টাকা ধার নয়, স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের জেরে প্রতিবেশীর হাতে খুন ফিরদৌস

যুবক খুনের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য সৃষ্টি হয় শক্তিপুর থানা এলাকায়। শক্তিপুর খুনের ঘটনায় তদন্তে নেমে এবার পুলিশের হাতে নয়া তথ্য। শুধু টাকা নয়, আখতারুলের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিক ফিরদৌসকে বাড়িতে ডেকে কুপিয়ে খুন করে ধৃত আখতারুল।

জানা গেছে, মৃত ফিরদৌস (২৮) -এর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল প্রতিবেশী আখতারুল শেখের স্ত্রীর। স্থানীয়রা জানান, মৃত যুবক বেশ কিছুদিন আগে আখতারুল শেখের কাছে ৫০০০ টাকাও ধার নিয়েছিল ফিরদৌস শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী ঐ মহিলার অবৈধ সম্পর্ক ছিল। সেই কারণেই টাকা ধার নেয় মৃত যুবক।

তবে সেই টাকার সুদ দিতে সময় লাগায় এদিন আখতারুল শেখের বাড়িতে বচসা সৃষ্টি হয় মৃত যুবকের। সেসময় ঘরের ভেতর ফিরদৌসকে
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে আখতারুল শেখের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত করছে শক্তিপুর থানার পুলিশ।