বিপাকে বিশ্ব বিখ্যাত কলম্বিয়ান তারকা শাকিরা। জানা গেছে, মোটা অংকের ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে শাকিরার বিরুদ্ধে । অভিযোগ প্রমাণিত হলে ৮ বছরের কারাদণ্ড হতে পারে শাকিরার। কিছুদিন আগেই সম্পর্ক নিয়ে টানাপোড়েনের পর এবার কর ফাঁকির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় গোটা নেট দুনিয়া।
সুত্রের খবর, ১.৪৫ কোটি ইউরোরও বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে শাকিরার বিরুদ্ধে। বিশিষ্ট এই পপ তারকা স্পেনের কাতালোনিয়ার বাসিন্দা হওয়া সত্ত্বেও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দেন বলেই অভিযোগ। অভিযোগ প্রমাণিত হলে ৮ বছরের কারাদণ্ড এবং ২.৩৫ কোটি ডলারেরও বেশি জরিমানা দিতে হতে পারে শাকিরাকে। শাকিরার দাবি, ২০১৫ সালে বাহামসের করদাতাদের তালিকায় তাঁর নাম থাকায় এক আইনজীবী বিষয়টি চুক্তির মাধ্যমে মিটমাট করার প্রস্তাব দেন। কিন্তু তাতে রাজি হননি তিনি। তবে বিষয়টি কতটা সত্যি তা জানা যায়নি।
অন্যদিকে, কয়েক মাস আগেই বিচ্ছেদের সুর শোনা গেছে, জেরার্ড পিকে ও শাকিরা সম্পর্কের। বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না হলেও দুটি পুত্রসন্তান রয়েছে তাদের। জানা গেছে অপর একটি সম্পর্কে জড়ানোর কারণেই শাকিরার সাথে এই বিচ্ছেদ। তবে বিচ্ছেদ ঘোষণার পর এবার শাকিরার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে মিডিয়ার সামনে মুখে কুলুপ এঁটেছেন শাকিরা।