বুধবার ধর্মতলায় অনুষ্ঠিত হল বিজেপির শাহি-প্রতিবাদ সভা। সভা শেষে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন তাঁকে সভামঞ্চে স্বাগত জানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ তিনি মঞ্চে ওঠেন। ২৩ মিনিট বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। এদিনের সভায় শাহ নিজের বক্তব্যের মধ্য দিয়ে দুর্নীতি ইস্যুতে বিদ্ধ করেছে তৃণমূলকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেন্ড করা নিয়েও মুখ খোলেন তিনি।