বিনোদন ব্রেকিং নিউজ

শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’ -এর ফার্স্ট লুক পোস্টার ঘিরে উচ্ছ্বাস অনুরাগীদের

‘পাঠান’-এর রেশ এখনও তাজা। এবার খুব শীঘ্রই আসতে চলেছে শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পরে গিয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি সিনেমাটির একটি ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়েছে। তারপর থেকে উচ্ছ্বাসের শেষ নেই শাহরুখ ভক্ত ও সিনেপ্রেমীদের মধ্যে। আর এই উচ্ছাসের মধ্যেই বেশ কয়েকবার জওয়ান সিনেমার শুটিং ফ্লোরের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গিয়েছে।

কখনো সিগারেট মুখে শাহরুখের অ্যাকশন সিকোয়েন্স এর ছবি, তো আবার কখনো আন্ডারওয়াটার অ্যাকশন এর ছবি। এই ঘটনা বারবার সোশ্যাল মিডিয়াতে ঘুরতেই থাকে। এরপরই শাহরুখ এবং তার স্ত্রী গৌরী খান পরিচালিত ‘রেড চিলি প্রযোজনা সংস্থা’ এবার বড়সড় পদক্ষেপ নিল। এবার দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হয় ‘রেড চিলি প্রযোজনা সংস্থা’। মঙ্গলবার দিল্লি আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, যে সমস্ত ক্লিপগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে সেগুলি অবিলম্বে মুছে ফেলতে হবে। মিডিয়াতে এই ধরনের সার্কুলেশন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সূত্রের খবর, প্রযোজনা সংস্থা রেড চিলিজের পক্ষ থেকে কপি রাইট না মানার জন্য দিল্লি হাইকোর্টে মামলা করা হয়। ২৫ এপ্রিল বিচারপতি সি হরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে জওয়ানের যে সমস্ত ছবি ও ক্লিপ ভাইরাল হয়েছে তা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ইন্টারনেট পরিষেবা সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় জওয়ানের এই ধরনের কোন ছবি বা ক্লিপ আপলোড হলে সেগুলির যেন কোনরকম অ্যাক্সেস না দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পাবে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত জওয়ান। ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে দেখা যেতে চলেছে। এই নতুন জুটির সিনেমা নিয়ে উত্তেজনা ইতিমধ্যে শিখরে। শুধু মুক্তির অপেক্ষা। আবার এও জানা গিয়েছে, এই সিনেমায় একটি চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। পাশাপাশি থাকছেন সানিয়া মালহোত্রা, প্রিয়মণিরা। বিশেষ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। শুটিং সেটে ফাঁস হওয়া ভিডিও দৃশ্য থেকে মানুষের উৎসাহ আরও বেড়েছে। এবার শুধু অপেক্ষা,‘জওয়ান’ হিসাবে রুপোলি পর্দা কাঁপাতে আসা বলিউডের বাদশা শাহরুখের জন্য।