রাজ্য লিড নিউজ

অবশেষে শাহজাহানকে হেফাজতে পেল সিবিআই

কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর বিকেল ৪টে নাগাদ ভবানী ভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা। হাইকোর্ট নির্দেশ ছিল, বিকেল সওয়া ৪টের মধ্যে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে শেখ শাহজাহানকে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সওয়া ৪টের মধ্যে শাহজাহানকে হস্তান্তর করার কথা থাকলেও পৌনে পাঁচটা পর্যন্ত হস্তান্তর না করায়, ইডি ফের আদালতের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতেই তুলে দেয় সিআইডি।

হস্তান্তরের আগে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে ভবানী ভবনে নিয়ে আসা হয়। বুধবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট নাগাদ শাহজাহানকে সিআইডির হেফাজত থেকে নিয়ে রওনা দেয় সিবিআই।