বিনোদন

বাবা-মায়ের সমাধিতে শাহরুখ

যদিও মুম্বইতে থাকেন, তবে বাড়ি কিংবা হোম টাউন বলতে এখনও  দিল্লিকেই বোঝেন শাহরুখ খান। তার বেড়ে ওঠা দিল্লিতেই, জীবনের বড় একটা সময় সেখানেই কেটেছে। ফের একবার নিজের শহরেই ফিরে গেলেন তিনি। দিল্লিতে গিয়ে বাবা-মায়ের সমাধিতে বেশ কিছুক্ষণ সময় কাটালেন শাহরুখ।

ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি উঠে এসেছে। পরনে সাদা শার্ট, কালো প্য়ান্ট এবং মাথায় রুমাল বেঁধে বাবা তাজ মহম্মদ খান ও মা লতিফ ফাতিমা খানের সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে শাহরুখকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যাচ্ছে। অল্প বয়সেই তিনি বাবা-মাকে হারান। বহুবার সাক্ষাৎকারে তাকে বাবা-মাকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। তার বয়স যখন মাত্র ১৫ তখনই বাবাকে হারিয়েছিলেন তিনি। জানা যায় অভিনেতার বাবা তাজ মহম্মদ খান পেশায় একজন আইনজীবী ছিলেন। স্বাধীনতা সংগ্রামেও বিশেষ ভূমিকা রয়েছে তাঁর। ১৯৯০ সালে শাহরুখ মাকেও হারান। বহু সাক্ষাৎকারে তিনি বলেছেন মায়ের মৃত্যুর পর তার অন্যতম অবলম্বন হয়ে ওঠেন তার দিদি।