ব্রেকিং নিউজ রাজ্য

বিএসএফের শাহী নিরাপত্তা বেষ্টনীতে হিঙ্গলগঞ্জে আসছেন শাহ

আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জকে।

রাজ্যে বিএসএফের এক্তিয়ার বাড়িয়ে ১৫ থেকে ৫০ কিলোমিটার করা হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণের পর প্রথম রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর রাজ্যের শাসকদল থেকে শুরু করে কেন্দ্রের বিরোধী দলগুলি একাধিকবার বিরোধিতায় সরব হয়।

বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে শুরু করে বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ, টাকি, হিঙ্গলগঞ্জ ও হেমনগর পর্যন্ত রয়েছে দীর্ঘ ১৯২ কিলোমিটার স্থল ও জল সীমান্ত। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হিঙ্গলগঞ্জের ৮৫ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে সকালে হেলিকপ্টার থেকে নামার কথা রয়েছে তার। সেখান থেকে বিএসএফের স্পিড বোটে নৌপথে ইছামতি নদীতে সীমান্তরক্ষী বাহিনীর দুটি ভাসমান আউটপোস্ট উদ্বোধন করার কথা রয়েছে শাহের। সুন্দরবনের সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও মজবুত করতে নর্মদা এবং সতলুজ নামক ২ ভাসমান আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে পুনরায় ৮৫ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে ছোট বৈঠক করার কথাও রয়েছে তার। আর অমিত শাহ আসার আগে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা হিঙ্গলগঞ্জ এলাকাকে।

বিএসএফের ৮৫ নম্বার ব্যাটেলিয়ানের জওয়ানরা ক্যাম্প সংলগ্ন একাধিক গ্রামে টহল দিচ্ছেন। অন্যদিকে ইছামতি নদীতে নৌকা নিয়ে মৎস্যজীবীদের নামার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিএসএফের তরফে। এমনকি সংবাদমাধ্যমকেও ছবি তলার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা বিভাগের তরফে। সুতরাং বলাই বাহুল্য প্রায় এক বছর পর অমিত শাহের রাজ্যে একদিকে হিঙ্গলগঞ্জে প্রশাসনিক ও অন্যদিকে শিলিগুড়িতে রাজনৈতিক এই কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।