এক কিশোরীকেকে যৌন নিগ্রহ, নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি। পকসো আইনে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রাইস মিলের ঘটনা। বছর বারোর এক কিশোরীকে মিষ্টি খাওয়ানোর নাম করে তাকে তুলে নিয়ে যায় দুই প্রতিবেশী যুবক। গোপন আস্তানায় নিয়ে গিয়ে তার জামা-কাপড় খুলে তার ওপর যৌন নিগ্রহ করে বলে অভিযোগ । ঘটনা জানাজানি হতেই ওই কিশোরীর মা হাসনাবাদ থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে যৌন নিগ্রহ ও অশ্লীল ছবি তুলে ভাইরাল করার অভিযোগে লাগাতার ব্ল্যাকমেলের হুমকি সহ একাধিক অভিযোগ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন হাসনাবাদ থানায়।
সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ, এদের বাড়ি টাকি পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে। ধৃত ওই দুই যুবকের নাম জয় চৌধুরী(২২) এবং ভবেশ মণ্ডল (২১)। এই দুই যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।
ধৃত দুই যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে এবং ওই কিশোরী বসিরহাট মহকুমা আদালতে বিচারকের কাছে জবানবন্দি দেবে। শুধুই কি নাবালিকার অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার নামে ব্ল্যাকমেল করার অপরাধ। না এর পিছনে অন্য কোন কারন আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।