ব্রেকিং নিউজ রাজ্য

সাত বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুন, অভিযুক্তকে ফাঁসির সাজা

তিলজলায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো আলিপুরের বিশেষ পকসো আদালত। বিচারক সুদীপ্ত ভট্টাচার্য কথায়, “এই অপরাধ বিরল থেকে বিরলতম, অমাণবিক অত্যাচার। একটা শিশু যার নিজেকে বাঁচানোর ক্ষমতা নেই, তার সঙ্গে এই অত্যাচার ক্ষমার যোগ্য নয়।”

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ মার্চ ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অলোক কুমার নামে একজন ডেলিভারি বয়কে গ্রেফতার করে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা এই ডেলিভারি বয়ের বিরুদ্ধে অপহরণ করে খুন এবং যৌন নির্যাতন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।

ঘটনার দিন শিশুটি তার মায়ের নির্দেশে বাড়ির ময়লা ভর্তি একটা প্যাকেট ফেলতে গিয়েছিল বাইরে। সেখানে একটি কুকুরকে দেখে ভয় পেয়ে পাশের একটি ঘরে এসে ঢুকে পড়ে। সেখান থেকে তাঁকে অন্যত্র টেনে নিয়ে যায় অভিযুক্ত। করে নির্মম অত্যাচার। শারীরিক এবং যৌন নির্যাতন চালানোর পর দু’রকম হাতুড়ি প্রয়োগ করে ওই শিশুকে মাথায় আঘাত করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। অলোক কুমার সাউকে মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার করে তিনমাসের মধ্যে চার্জশিট পেশ করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। এই মামলায় মোট ৪৫ জন সাক্ষী ছিলেন। বুধবার আলিপুরের পকসো আদালতের বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যু দণ্ডের সাজা শুনিয়েছে।