জলপাইগুড়িতে যৌনপল্লীর বাসিন্দাদের জন্য আয়োজন করা হল দুয়ারে সরকারের ক্যাম্প। সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সমস্ত স্তরের মানুষদের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন।
সোমবার জলপাইগুড়ির দিনবাজার সংলগ্ন যৌনপল্লীতেই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত প্রকল্পের সুবিধে ছিল এই ক্যাম্পে। নিজেদের ঘরের পাশে দুয়ারে সরকার প্রকল্পের সুবিধে পেয়ে খুব খুশি জলপাইগুড়ির যৌনকর্মীরা।
তাঁদের দাবি, যৌনপল্লীর মহিলাদের এলাকার বাইরের ক্যাম্পে গিয়ে এইসব সুবিধে নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তাছাড়া দিনভর দাঁড়িয়ে থাকার মতো সময়ও নেই তাদের। তাই নিজেদের ঘরের পাশে ক্যাম্প হওয়ায় খুব ভালো হল।
জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন, জলপাইগুড়ির যৌনপল্লী এলাকায় প্রায় ৫০০ মহিলা রয়েছেন। মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্পের সুবিধে যাতে এরাও পায় এমন নির্দেশ রয়েছে। এজন্য যৌনপল্লীর ভেতরেই একদিনের জন্য দুয়ারে সরকারের ক্যাম্প করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে আবারও ক্যাম্প করা হবে এখানে। প্রশাসনের এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজকর্মীরা।