ব্রেকিং নিউজ রাজ্য

কোমরে তীব্র যন্ত্রণা! এসএসকেএম এ ভর্তি যশবন্ত

দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে এসে অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ নেতা যশবন্ত সিনহা। জানা গিয়েছে, মঙ্গলবার প্রবল পিঠে ব্যথার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।

বুধবার যশবন্ত সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উডবার্ন ব্লকে ভর্তি রয়েছেন যশবন্ত সিনহা। সেখানেই তাঁর সেবা চলছে। চারজন সদস্যের একটি দল গঠন করে তাঁর দেখাশোনা করা হচ্ছে। এসএসকেএম হাসপাতালে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সিনিয়র ডাক্তারেরা এই দায়িত্ব রয়েছেন।

অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য এবং দেশের প্রাক্তন অর্থমন্ত্রী কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। যোগদানের পরই তাঁকে সম্মানজনক পদে বসান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হয় তাঁকে। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও করা হয়েছে তাঁকে।

তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন মুম্বই সফরে। সেখান থেকে খোঁজ নিচ্ছেন যশবন্তের।