গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে স্পেন। মৃতের সংখ্যা বেড়ে ইতিমধ্যে ১৫৮ –তে পৌঁছেছে। উদ্ধারকাজে কার্যত হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।
জন গেছে, বৃহস্পতিবার ১ হাজার ২০০ জনের বেশি কর্মী ড্রোনের সাহায্যে ত্রাণ দিয়েছেন। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এখনো ঝুঁকির মুখে আছে দেশটির বিভিন্ন এলাকা।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের জীবন বাঁচানো।”
কিন্তু গত মঙ্গলবার রাতে কিছু শহরে বন্যার ভয়াবহতা বেড়ে যাওয়ায় কাদা ও ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারকাজ ফেলে রেখে চলে যেতে একপ্রকার বাধ্য হন উদ্ধারকারীরা।
সূত্রের খবর, শুধু স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশেই বন্যায় অন্তত ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কাস্তিলা লা-মাঞ্চায় দুইজন এবং আন্দালুসিয়ায় ব্রিটিশ একজন নাগরিক মারা গেছেন। বৃহস্পতিবার ৬০ জনের মৃত্যু হয়েছে। ভ্যালেন্সিয়া প্রদেশের পাইপোর্টা শহরে একটি নদীর জল লোকালয়ে ঢুকে পড়ে। জলের স্রোতে ভেসে এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
You must be logged in to post a comment.