বিগত কয়েকদিন ধরে নেপালে ভারী বৃষ্টি অব্যাহত। আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ গেল প্রায় ১৪ জনের। এখনো আরও ৯ ব্যক্তি নিখোঁজ আছেন। রবিবার নেপাল পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র ডান বাহাদুর কারকি বলেন, পুলিশ অন্যান্য সংস্থা ও স্থানীয়দের সঙ্গে কাজ করে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরে বর্ষা মৌসুমের ধারাবাহিক বৃষ্টির কারণে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ দেখা দেয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণনাশী বন্যা ও ভূমিধসের মাত্রা বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও সড়ক নির্মাণের সংখ্যা বেড়ে যাওয়ায় বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়েছে।
বেশ কিছু নিচু অঞ্চল ইতিমধ্যে জলে ডুবে রয়েছে। বিশেষত, ভারত-নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে এই প্রবণতা দেখা যাচ্ছে।
গত মাসে নেপালে প্রবল ঝড় হয়েছিল। ঝড় থেকে সৃষ্ট ভূমিধস, বজ্রপাত ও বন্যায় অন্তত ১৪ জন মারা যান।