আফগানিস্তানে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ। বিরামহীন বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যাও বেড়েছে। আকস্মিক এ দুর্যোগে অন্তত ৩৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাদেশিক রাজধানী জালালাবাদ, সুখ রদ জেলা এবং পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশের আশপাশের এলাকাগুলোতে এই দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান অমরখিল জানান, আহতদের চিকিৎসার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত মে মাস থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।
You must be logged in to post a comment.