ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাহলে মুক্তি পাবে বিভিন্ন সিরিজ ও ছবি। রইল তারই তালিকা। দেখে নিন গোটা সেপ্টেম্বর জুড়ে মুক্তি পাবে কোন কোন ছবি ও ওয়েব সিরিজ।
জওয়ান : শাহরুখ খান অভিনীত জওয়ান বহুদিন ধরে রয়েছে খবরে। চলতি মাসের ৭ তারিখ মুক্তি পাবেন জওয়ান। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং।
সেক্স এডুকেশন সিজিন ৪ : ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সেক্স এডুকেশন সিজিন ৪। ২০১৯ সালে প্রথম সিরিজটি মুক্তি পেয়েছিল। কমেডি, থ্রিলার সব রয়েছে সিরিজে। সিজিন ৩-র ভিউয়ার্স হয়েছিল ৬৫ মিলিয়ন।
সলার : প্রভাস অভিনীত সলার মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর। এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা আছে তুঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল।
দ্য ভ্যাকসিন ওয়্যার:: এই মাসের ২৯ তারিখ মুক্তি পাবে দ্য ভ্যাকসিন ওয়্যার। দ্য কেরালা স্টোরির পর ফের একবার ভিন্ন ধরনের গল্প নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী। নানা পাটেকর, রাইমা সেন, অনুপম খেরের মতো তারকারা রয়েছে ছবি।
দ্য নান ২ : প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হলিউড মুভি দ্য নান ২। এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। নান ছবির সাফল্যের পর আসছে সিক্যুয়েল। ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।