ব্রেকিং নিউজ রাজ্য

Gold and Money Seized: হাওড়া স্টেশন থেকে কয়েক কোটি টাকার সোনা উদ্ধার

হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের ২৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার সোনার গয়না। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন থেকে ললিত কুমার নামের এক ব্যক্তিকে আটক করে কর্তব্যরত আরপিএফ কর্মীরা।

ধৃতের কাছে থেকে প্রায় ৫ কেজি ১৩৫ গ্রাম সোনা উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও ওই ব্যক্তির থেকে ৪৭ হাজার নগদ অর্থ উদ্ধার করে আরপিএফ আধিকারিকরা। সবমিলিয়ে মোট ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকার মূল্যের সম্পদ উদ্ধার হয় ঔ ব্যক্তির কাছ থেকে।

রেল পুলিশের জেরার মুখে ওই ব্যক্তি তার থেকে উদ্ধার হওয়া সামগ্রীর কোনো বৈধ কাগজপত্র ও সন্তোষজনক উত্তর না দিতে পারায় তাকে গ্রেফতার করে হাওড়া আরপিএফের আধিকারিকরা। তার বিরুদ্ধে আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে বলেই আরপিএফ সূত্রে খবর।

ধৃতকে জেরা কেন এবং কোথা থেকে সে এত বড় মূল্যের সোনা আর নগদ টাকা নিয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি কাকে দেওয়ার জন্য এই বিপুল অংকের সামগ্রী নিয়ে যাচ্ছিল তাও জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এর সঙ্গে আন্তঃরাজ্য অথবা আন্তর্জাতিক পাচার চক্র জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখছে রেল পুলিশের তদন্তকারী আধিকারিকরা।