চিকিৎসকদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, তাদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর আইন আনা হবে। সেই প্রতিশ্রুতি পূরণে কেন্দ্র এবার কড়া আইনি পদক্ষেপ করল। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালালে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বুধবার একটি অর্ডিন্য়ান্স জারি করে কেন্দ্রীয় সরকার। চিকিৎসকদের পূর্ব পরিকল্পিত প্রতীকী প্রতিবাদ থেকে সরে আসার আবেদন জানিয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সবরকমের সাহায্যের আশ্বাস দেন।
স্বাস্থ্যকর্মীদের নিগ্রহ করলে হামলাকারীর বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এই অপরাধে সাত বছর পর্যন্ত জেল হতে পারে বলেও ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বুধবার দুপুরে এই বিষয়ে ঘোষণা করেন তিনি। ১২০ বছরের পুরনো মহামারী আইনে সংশোধন করে অর্ডিন্যান্স জারি করা হয়েছে।
উল্লেখ্য, চিকিৎসকরা প্রতিবাদ জানাতে বুধবার হোয়াইট অ্যালার্ট ঘোষণা করেছিলেন। সকলকে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছিল আইএমএ। আগামী ২৩ এপ্রিল কালা দিবস হিসেবে ঘোষণা করেন তাঁরা। তবে এই অর্ডিন্যান্সের পরে আপাতত সেই প্রতিবাদ বাতিল করল চিকিৎসকরা।
