জেলা

গৃহস্থের হাতে আক্রান্ত সাত পুলিশকর্মী

কোথায় হাইকোর্ট?‌ আর কোথায় রাজ্যের অনুশাসন?‌ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল করোনা সংক্রমণ প্রতিরোধে দীপাবলিতে বাজি ফাটানো যাবে না। তারপর দেখা গেল, এই সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বাজি ফাটানো। আর বাজি ফাটানো হচ্ছিল এক অভিজাত আবাসনে।
আদালতের নির্দেশ থাকায় তা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। আবাসনের বাসিন্দাদের হাতে আক্রান্ত সাতজন বেলুড় থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বালি থানা এলাকায়। এই ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। তার পরও পুলিশের উপর আক্রমণ নেমে আসায় বাড়ছে উদ্বেগ।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ। এদের গ্রেপ্তার করে মামলা শুরু করা হবে বলে বালি থানা সূত্রে খবর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। আক্রান্ত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে টিএল জয়সওয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। এখন দেখার এই একই ঘটনা আর রাজ্যে ঘটে কিনা।