বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন বাংলায় সব রাজনৈতিক দলই ঘুঁটি সাজাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে খবর মিলেছে, এপ্রিলের গোড়া থেকে সাত দফায় পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন করার কথা ভাবছে কমিশন। আর তাতেই জোর চর্চা শুরু হয়েছে। এমনকী গত বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটকেন্দ্র ছিল প্রায় ৭৮ হাজার। ভিড়–সংক্রমণ এড়াতে আরও ২৮ হাজার বুথ বাড়াচ্ছে কমিশন বলে সূত্রের খবর।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে ভোট করানোটা কমিশনের কাছে কার্যত চ্যালেঞ্জের। জানা গিয়েছে, কমিশন চাইছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ কাটতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে। যাতে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে ভোট শুরু করে দেওয়া যায়। এক মাসের মধ্যে তা শেষ করে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করে দেওয়া যায়। গতবারের মতো পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট করানোর কথা ভেবেই এগোচ্ছেন কমিশন।
উল্লেখ্য, রাজনৈতিক হিংসা ও মাওবাদী সমস্যার কথা মাথায় রেখে ২০১৬ সালের বিধানসভা নির্বাচন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচন সাত দফায় করেছিল কমিশন। এবার ২৮ হাজার মতো বুথ বাড়তে চলেছে রাজ্যে বলে খবর। সুতরাং বাড়বে আধা সামরিক জওয়ানের সংখ্যাও।
নির্বাচন কমিশন সূত্রে খবর, মে মাসের মধ্যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন সেরে ফেলার পরিকল্পনা নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরল— এই পাঁচ রাজ্যে ভোট প্রক্রিয়া যথাসময়ে শেষ করতে নেমে পড়েছেন কমিশন কর্তারা।