ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যে রয়েছে করোনার হটস্পট

রাজ্যের সাতটি এলাকাকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, এগরা–সহ মোট ৭টি জায়গা। নবান্নে এই কথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, এখনও পর্যন্ত রাজ্যে ৬৯ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। তার মধ্যে ৬০ জন ৯টি পরিবারের সদস্য। ফুলের বাজার এবং কিষাণ মান্ডি বুধবার থেকে খুলে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, অনেক রাজনৈতিক দল মানুষের কাছে ত্রাণ দিতে গিয়ে ভুল বোঝাচ্ছেন। সরকারি রেশন, সরকারি রেশন দোকান থেকেই পাবেন। যদি সত্যিই কেউ গরীব থাকেন তাহলে তাদের বিষয়টি ডিএম, এসডিও দেখে নেবেন। সাহায্য করতে হলে নিজেদের পকেট থেকে টাকা দিন। রেশন দোকানে ডিলারদের চাপ দিয়ে চাল–ডাল নিয়ে এসব করবেন না।
জনগণের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী জানান, অ‍্যাগ্রো মার্কেটিংয়ের যেসব জিনিস আসবে সেগুলোকে যেন ছাড় দেওয়া হয়। স্থানীয়ভাবে ফুল বিক্রি যারা করেন ফুল বিক্রি করতে পারবেন। অসংগঠিত শ্রমিকদের মধ্যে যারা ঘরে বসে বিড়ি বাঁধেন তাঁরা ঘরে বসে কাজ করবেন। তবে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে। উৎসব আসবে উৎসবের মতো। তাই সবাইকে অনুরোধ করছি এমন পরিস্থিতিতে সবাই ঘরে বসেই উৎসব পালন করুন।