বাংলাদেশ

রাজশাহীতে একদিনে ৭ জনের মৃত্যু

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে কোভিডে সাতজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে উপসর্গ নিয়ে মারা গিয়েছে আরও ছয়জন। তাছাড়া কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি করা হয়েছে ২৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৫ জন। সোমবার সকাল ৬টায় কোভিড ইউনিটে রোগী ছিল ১৬১ জন।

এই বিষয়ে শামীম ইয়াজদানী জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭৯ জনের পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে রয়েছে ৫৩ জন। যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলাতা নিয়ে চিকিৎসাধীন আছে ২৯ জন।

রবিবার রাজশাহী জেলার ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ১২.‌৮৪ শতাংশ কোভিড রোগী পাওয়া গেছে। আগের দিন শনিবার ছিল ২১ দশমিক ৩১ শতাংশ। গত শুক্রবার ৮.‌৩৩ শতাংশ, বৃহস্পতিবার ১৯.‌০৩ শতাংশ, বুধবার ১৬.‌৮১ শতাংশ, মঙ্গলবার ১৭.‌৭৪ শাতংশ আর গত সোমবার এই হার ছিল ১৫.‌১৩ শতাংশ।