বিনোদন ব্রেকিং নিউজ

গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। চিকিৎসার জন্য তাঁকে গ্রীন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকরা তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গীতশ্রীর চিকিৎসার জন্য চিকিত্‍সকদের একটি টিম তৈরি করা হয়েছে। প্রবাদপ্রতিম শিল্পীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন এসএসকেএম হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুন্ডু। উডর্বান ব্লকের কেবিনে ভর্তি হওয়ার পরই তাকে দেখেছেন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান চিকিৎসক অসীম কুন্ডু এবং মেডিসিন চিকিৎসক নিলাদ্রি সরকার। অক্সিজেন সাপোর্ট এ রয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ গায়িকা।  তাকে ভর্তির পর সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। জ্বর কমানোর ওষুধ এবং অক্সিজেন দেওয়া ছাড়াও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।জানা গিয়েছে, আর টি পি সি আর টেস্ট করা হবে গায়িকার। তৈরি হতে পারে মেডিকেল বোর্ড।তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

সম্প্রতি কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করেন কিংবদন্তী গায়িকা। ‘পদ্মশ্রী’ ইস্যুতে যখন তোলপাড় বাংলা, তার চব্বিশ ঘণ্টার মধ্যেই শারীরিক পরিস্থিতির অবনতি হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের।গায়িকার পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় সন্ধ্যা দেবীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন শিল্পীকে কিছুটা মানসিক বিপর্যস্ত বলে মনে হয়, এমনটাই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এরপর শিল্পীর মেয়েকে ফোন করে গায়িকার খবর নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সন্ধ্যা দেবীর চিকিত্‍সা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে পাশে থাকবে রাজ্য সরকার।