রাজ্য লিড নিউজ

অয়নকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর দাবি ইডির

নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। শনিবার টানা ৩৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর ইডি-র হাতে গ্রেফতার হয় শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরই ইডির নজরে ছিল অয়ন। অয়ন গ্রেফতার হতেই ইডির হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সূত্র মারফত জানা গিয়েছে,কুন্তলের কাছে ২০২২-এর টেট পরীক্ষার ওএমআর শিট পাওয়া গিয়েছিল। এমনকী শান্তনুর সল্টলেকের অফিস থেকে ২০১৪-১৫ সালে পুরসভায় নিয়োগের ওএমআর শিট ও পাওয়া গিয়েছে। অন্যদিকে,চুঁচুড়ার বাড়ি থেকে মিলেছে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ওএমআর শিট। ইডি-র দাবি, রাজ্যের ৬০ পুরসভা মিলিয়ে পাঁচ হাজার চাকরি বিক্রি হয়েছে। আর তার বিনিময়ে প্রায় ৫০ কোটি টাকা তোলা হয়েছিল। এর পাশাপাশি শনিবার থেকে সোমবার পর্যন্ত সল্টলেকের এফডি ব্লকে তল্লাশি চালিয়ে অয়ন শীলের বাড়ি থেকে ইডি ৩২টি ব্যাঙ্ক অ্যা কাউন্টের চেকবই ও নথি উদ্ধার করেছে। যার মধ্যে একটি গ্রামীণ ব্যাংক, তিনটি সরকারি ব্যাংনক ও দু’টি বেসরকারি ব্যাঙ্কের নথি পাওয়া গিয়েছে।