হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে কোনও অসুস্থতার কারণে নয়, পেসমেকার বদলের জন্য ভর্তি তিনি। মঙ্গলবার জানা গেছে, আপাতত ভাল আছেন প্রবীণ সাহিত্যিক।
উল্লেখ্য, অনেকদিন ধরেই বুকে পেসমেকার বসানো রয়েছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। চিকিৎসার নিয়ম অনুসারেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেই পেসমেকার বদলাতে হয়। তাই তা বদলানোর জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় দিনকয়েক আগে। তা ভালভাবে বদলানো হয়েছে।