This time Corona's paw is in the army's camp. A coronavirus of a soldier was found there and a floor of an army building in Delhi was closed. Another is suspected to be infected. So the Army Headquarters building has been closed to disinfect part of a floor of the Army building. Attempts are being made to find out who came in contact with the worker.
দেশ ব্রেকিং নিউজ

করোনার জেরে বন্ধ হল সেনা ভবন

এবার করোনার থাবা খোদ সেনাবাহিনীর ডেরায়। আর সেখানে এক জওয়ানের করোনাভাইরাস ধরা পড়ায় দিল্লিতে সেনা ভবনের একটি তল বন্ধ করে দেওয়া হল। সংক্রমণমুক্ত করার জন্য সেনা ভবনের ওই তল সিল করে দেওয়া হয়েছে। সেখানে চলছে স্যানিটাইজেশনের কাজ।
সেনা ভবন সূত্রে খবর, এক জওয়ানের শরীরে মিলেছে করোনাভাইরাস। আরও একজন আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাই সেনাবাহিনীর হেড কোয়ার্টার বিল্ডিং সেনা ভবনের একটি তলের একাংশ সংক্রমণমুক্ত করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ওই কর্মীর সংস্পর্শে কারা এসেছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত এপ্রিল মাস জোড়বাগ এলাকার রাজীব গান্ধী ভবনে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সদর দপ্তরও সিল করে দেওয়া হয়েছিল। এক কর্মীর করোনা টেস্ট পজিটিভ এসেছিল। তার ঠিক এক সপ্তাহ পরই এক কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় দিল্লিতে সরকারের থিংক ট্যাংক নীতি আয়োগের অফিসও সিল করা হয়েছিল। এর আগে সিআরপিএফের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জাভেদ আখতারের স্টেনোগ্রাফারের করোনার রিপোর্ট পজিটিভ আসে। তখনই মেডিক্যাল নির্দেশিকা অনুযায়ী প্রোটোকল মেনে চলার জন্য জেলার সারভেলিয়ান্স অফিসারকে বিষয়টি জানায় বাহিনী। লোধি রোডের সিজিও কমপ্লেক্স সিল করে দেওয়া হয়।