শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত দুধপাথরি গ্রামে প্রবেশ করে বিশাল হাতি রামলাল। বিশাল এই দাঁতাল হাতিটি শান্ত স্বভাবের বলেই পরিচিত। সে শান্ত ধরে নিয়েই গ্রামে প্রবেশ করার পর বহু কৌতুহলীরা তাকে নিয়ে সেলফি তোলার সাথে সাথে লেজ টেনে উত্তপ্ত করছিল। দীর্ঘক্ষণ এমন চলার পর উত্তেজিত হাতিটি হঠাৎ বাঁক নিয়েই পেছনে থাকা এক ব্যক্তিকে আছড়ে মারে সকলের সামনে। ঘটনাস্থলে মৃত্যু হয় মাধব মল্ল(৫২) নামে ওই ব্যক্তির।
উল্লেখ্য, এই হাতিটি বেশ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে। শান্ত স্বভাবের দাঁতাল এই হাতির নাম জঙ্গলমহলের বাসিন্দারা দেয় – ‘রামলাল’ দল বিচ্ছিন্ন এই হাতিটি যখন তখন বিভিন্ন এলাকাতে প্রবেশ করে খাবারের খোঁজে। তবে সে শান্ত স্বভাবের হওয়ায় তাকে উত্তপ্ত করতে কম করেননি কেউই।
গতকাল সকাল সাড়ে আটটা নাগাদ হাতিটি প্রবেশ করে পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ ডিভিশনের গোয়ালতোড় থানার অন্তর্গত দুধপাথরি গ্রামে। গ্রামে প্রবেশ করতেই বহু মানুষ তাকে উত্যক্ত করতে থাকে। তার সঙ্গে সেলফি তোলা সহ ঢিল ছোঁড়া লেজ ধরে টানা সবই চলছিল। এক সময় পর বিরক্ত হয়ে যাওয়া হাতিটি হঠাৎ বাঁক নিয়ে আক্রমণ করে উত্তপ্তকারীদের। পেছনেই থাকা মাধব মল্ল নামে এক ব্যক্তিকে শুঁড়ে তুলে আছড়ে, aপিষ্ট করে মেরে ফেলে।
এরপর হাতিকে কোন ভাবে তাড়িয়ে ওই ব্যক্তিকে তুলে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকায়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বন কর্তারা।