নেইমার ভক্তরা হতাশ! এ বছর ব্রাজিলের জার্সিতে আর খেলা হচ্ছে না নেইমারের। চোট কাটিয়ে মাঠে ফিরলেও বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে জায়গায় হয়নি তাঁর।
শুক্রবার রাতে ঘোষিত এই দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ‘সেলেসাও’রা। এই বছর নভেম্বরের পর ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই।
এক বছরের বেশি সময় দলের বাইরে থাকার পর এ মাসের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফেরার কথা ছিল নেইমারের। এর আগে নেইমারের জন্য সবাইকে ‘ধৈর্য’ ধরার কথাও বলেছিলেন কোচ দরিভাল জুনিয়র। কিন্তু সেই অপেক্ষা এ বছর আর শেষ হচ্ছে না। আপাতত নেইমারকে বাইরে রেখেই নিজের পরিকল্পনা সাজাচ্ছেন দরিভাল।
নেইমারকে দলে না রাখা নিয়ে দরিভাল বলেন, “নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই–তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে সে খুব কম মিনিটই পেয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে।”
• ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।
• রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।
• মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।
• আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।
You must be logged in to post a comment.