এবার ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার তিনি টুইট করে লিখেছেন, তাঁর সরকার সব মা ও বোনেদের নিরাপত্তা, সুরক্ষা এবং উন্নয়ন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উত্তরপ্রদেশের মা–বোনেদের সম্মান এবং আত্মমর্যাদার ক্ষতি করার চিন্তা যারা করছে, তারা সমূলে উৎপাটিত হবে।
উত্তরপ্রদেশে গত কয়েকদিনে মহিলাদের উপর অপরাধের ঘটনা পরপর ঘটে চলায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই আগুনে ঘি ঢালে হাথরাসের ঘটনা। এরপর বলরামপুরেও গণধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবারও লখনউতে ধর্ষণের ঘটনা ঘটেছে। হাথরাসে গণধর্ষণে মৃত তরুণীর দেহ জোর করে রাতারাতি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। বাধ্য হয়ে আজ এই টুইট করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। মৃত তরুণীর দেহ পুলিশ পরিবারকে আড়ালে রেখেই তড়িঘড়ি পুড়িয়ে দেয় বলে ঘটনায় প্রকাশ। নির্যাতিতা মৃত তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেন যোগী। অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি এবং সমস্ত সহযোগিতার কথা জানান তিনি। তবে বৃহস্পতিবার রাহুল–প্রিয়াঙ্কা আর শুক্রবার তৃণমূলের প্রতিনিধিদলের উপর যেভাবে চড়াও হয়েছিল যোগীর পুলিশ তাতে আরও ব্যাকফুটে গেল পুলিশ।