আগে থেকেই ছিল গোয়েন্দা সতর্কবার্তা। তাই অপলক নেত্রে সীমান্ত সুরক্ষায় ব্যস্ত ছিল নিরাপত্তা বাহিনী। আর তাঁদের তত্পরতায় কাশ্মীরে বড় ট্র্যাজেডির ঘটনা এড়ানো সম্ভব হল। কারণ আরামপোরায় একটি সেতুর নীচে রাখা বালির বস্তা থেকে প্রচুর বিস্ফোরক ও ইমপ্রোভাইসড এক্সপ্রোসিভ ডিভাইস উদ্ধার করল যৌথবাহিনী। ঘটনাস্থলে গিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলওয়ামার ধঁাচেই এই নাশকতা করার ছক কষা হয়েছিল। কিন্তু তা বানচাল করে দিল নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, সোমবার জম্মু–কাশ্মীরের সোপোর–কুপওয়ারা রোডের কাছে আরামপোরায় একটি সেতুর নীচে রাখা বালির বস্তা থেকে উদ্ধার হয় বিস্ফোরক ও আইইডি। এটা কে বা কারা রেখে গেল তার খোঁজ করা হচ্ছে। তবে কখন রেখে গেল সেটা বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এই খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারা গিয়ে তত্পরতার সঙ্গে আইইডি নিস্ক্রিয় করেছে। যার ফলে বড় বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়েছে। এই এলাকা সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর যাতায়াতের জায়গা। সেটা হল এই সোপোর–কুপওয়ারা রোড। জওয়ানদের গাড়িকে টার্গেট করেই ওই এলাকায় সন্ত্রাসবাদীরা আইইডি বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা।
উল্লেখ্য, সম্প্রতি জম্মু–কাশ্মীরের পুলওয়ামা জেলার তুজান গ্রামের কাছ থেকে আইইডি উদ্ধার করে বাহিনী। সেখানেও একটি সেতুর নীচে রাখা ছিল বিস্ফোরক। সতর্ক নিরাপত্তা বাহিনী সঠিক সময়ে পদক্ষেপ করায়, সেবারও বড় বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়েছিল।
