ব্রেকিং নিউজ রাজ্য

পঞ্চায়েত বোর্ড গঠনে অশান্তি এড়াতে ভাঙড়ে ফের জারি ১৪৪ ধারা

পঞ্চায়েত বোর্ড গঠনে অশান্তির আশঙ্কায় ভাঙড়ে ফের ১৪৪ ধারা জারি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারেবারে উত্তপ্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। চলেছিল বোমা-গুলি। অশান্তির জেরে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

গত ১১ জুলাই গণনার দিনও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মী সহ তিনজনের মৃত্যু হয়। পরে দু’দফায় আরও চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে। ভাঙড়ের ঘটনার জেরে নানান প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের আইন শৃঙ্খলাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। কয়েকদিন আগে সেই কার্ফু তুলে নিলেও মঙ্গলবার থেকে ফের নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়।

পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েতে বোর্ড গঠনে অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ভাঙড় ২ ব্লকের বোর্ড গঠনের কথা। আবার ১২ আগস্ট পঞ্চায়েত সমিতি গঠন হবে ভাঙড়ে। বোর্ড ও পঞ্চায়েত সমিতি গঠনকে কেন্দ্র করে কোনও অশান্তি না হয়, তাই মঙ্গলবার সকাল ৬টা থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আগামী ১৩ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। ভাঙড় ২ ব্লকের অধীনস্থ ভোগালি ১, ভোগালি ২, চালতাবেড়িয়া, ভগবানপুর, শানপুকুর, পোলেরহাট ১ ও পোলেরহাট ২ এই মোট সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা। এদিকে, দীর্ঘ টালবাহানার পর সোমবারই কলকাতা পুলিশের আওতায় আসে ভাঙড় থানা। মুখ্যমন্ত্রীর নির্দেশে জারি করা হয় বিজ্ঞপ্তি। পঞ্চায়েত ভোটে রাজ্যের যে কয়েকটি এলাকায় সন্ত্রাসের অভিযোগ উঠেছিল, ভাঙড় তার মধ্যে শীর্ষে রয়েছে। ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার জন্য আগেই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করে দেয় কলকাতা পুলিশ। এজন্য আলাদা ডিভিশন তৈরিরও পরামর্শও দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

তাঁর নির্দেশ মতনই ভাঙড় ও কলকাতা লেদার কমপ্লেক্সের তিনটি থানা ভেঙে নতুন নয়টি থানা তৈরি করছে লালবাজার। রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার পাশাপাশি এই ন’টি থানা নিয়ে যে নতুন ডিভিশন চালু হচ্ছে, তার মানচিত্রও প্রকাশ করেছে কলকাতা পুলিশ।