জেলা ব্রেকিং নিউজ

গোপনে নথি ধ্বংস! ভাঙড়ে

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মাটিতে চলছিল গোপনে নথি ধ্বংস! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভাঙড়ের আন্দুল গড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজন রয়েছে। ভাঙড়ে ছাই ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এবার সিবিআই এর হাতে। উদ্ধার কোল মাইনিং সংক্রান্ত নথি! পোড়ানো হয়েছে বিহারের একাধিক এলাকার মাইনিং ব্যবসা সংক্রান্ত নথি। মাইনিং সংক্রান্ত নথি খতিয়ে দেখছেন কয়লাকাণ্ডের তদন্তকারী অফিসার উমেশ কুমার। ঘটনাস্থলে রয়েছেন এসএসসি দুর্নীতির তদন্তকারী আধিকারিকরাও। যদিও পোড়া নথি থেকে এখনও মেলেনি এসএসসি-দুর্নীতি সংক্রান্ত তথ্য। কারা পোড়ালো নথি? জমির মালিককে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

অভিযোগ, পাঁচিল ঘেরা এলাকার মধ্যে সরকারি নথি পোড়ানো হচ্ছে বলে খবর পৌঁছায় সিবিআই দফতরে। বিশাল এলাকা জুড়ে রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতেই সিবিআই আধিকারিকেরা আগুন নিভিয়ে ছাই এর গাদা থেকে আধ পোড়া করতে পারে। সেগুলি খতিয়ে দেখে জানা গিয়েছে সেগুলি সবই কোল মাইনিং সংক্রান্ত কাগজ। তৈরি হয়েছে রহস্য।