রাজ্য লিড নিউজ

অবশেষে আজ থেকে শুরু মাধ্যমিক

অবশেষে আজ থেকে শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়ে অফলাইনেই হচ্ছে এবারের মাধ্যমিক। যে পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয় ভীতি কাজ করে। কি হবে তার ফলাফল, কেমন হবে পরীক্ষা, আশঙ্কায় দিন কাটে, ভালো ফলের জন্য প্রস্তুতিও চলতে থাকে জোর কদমে।

পাশাপাশি আনন্দও থাকে। জীবনের প্রথম বড় পরীক্ষায় সফল হওয়ার আনন্দ, ভালো ফলাফল করার আনন্দ। গত দু বছর ধরে এই ছন্দটা বদলে গেছে। ফের স্কুল ঘরে বসে শিক্ষকদের কড়া নজরদারিতে মনে ভয়-ভীতি, আশঙ্কা-আনন্দ, সবটা নিয়ে আবারও পরীক্ষা দেবে পড়ুয়ারা।

তবে জারি থাকবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। সমস্ত নিয়ম মেনেই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। ২০২১ এর তুলনায় এ বার প্রায় ৫০ হাজার বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে যা সর্বকালীন রেকর্ড। রাজ্যজুড়ে ১ হাজার ৪৩৫ প্রধানকেন্দ্র ও ২ হাজার ৭৫৯ উপকেন্দ্রে হবে পরীক্ষা। এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের অনুপাতে মেয়েদের সংখ্যা বেশি।

সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ঘোষণা করেন,

1.পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের মাস্ক পরা বাধ্যতামূলক।

2.বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব বিধি।

3.পরীক্ষা কেন্দ্রে রাখা হবে আলাদা আইসোলেশন কেন্দ্র।পরীক্ষার্থীরা হঠাৎ কোনো কারণে অসুস্থ হলে সেখানে পরীক্ষা দিতে পারবেন।

4.শুধু করোনা নয়। এই সময় পক্সও হয়। প্রতিবছরই এই ধরনের ব্যবস্থা রাখা হয় বলেই জানানো হয়েছে।

5. পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালেও পরীক্ষা দেওয়া ব্যবস্থা রাখা হয়েছে । পরীক্ষা দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত। পরীক্ষার শুরু ১৫ মিনিট আগে দেওয়া হবে প্রশ্নপত্র। স্পর্শ কাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে নেট পরিষেবা। ২৪ ফেব্রুয়ারি থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুম।