পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি। হাতির হানায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর। জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকি মারি এলাকার ঘটনা। মৃত ছাত্রের নাম অর্জুন দাস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ বাবার সঙ্গে কেবলপাড়া জুনিয়র হাইস্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল অর্জুন। সেসময়ই ঘটে যায় বিপত্তি। বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকি মারি এলাকায় একটি হাতির দলের সামনে পড়ে যায় অর্জুন। সেসময় অর্জুন পালানোর চেষ্টা করলে হাতিটিও তাঁর পিছনে দৌড়ায়। হাতির পায়ে পিষ্ট হয়ে যায় অর্জুন। তাঁর বুকে-পেটে মারাত্মক আঘাত লাগে। এরপরই আশঙ্কাজনক অবস্থায় অর্জুনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, বর্তমানে ছাত্রটির বাবার অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বন দফতরের গাফিলতির অভিযোগ তুলেও সরব হন তারা।