আন্তর্জাতিক

আতঙ্ক ফিরে এলো স্পেনে

ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে দক্ষিণ ফ্রান্সে। একদিনেই নতুন করে ৩৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ল। তার মধ্যে সেখানে শুরু হয়েছে পক্সের সংক্রমণ। স্পেন জুড়ে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজারেরও বেশি। কিন্তু গত কয়েকদিন ধরে জার্মানি, গ্রিস, ইতালি, বেলজিয়ামে বাড়ছে পক্স আক্রান্তের সংখ্যা।
তবে পক্স বললেও পক্সের ভাইরাসের সঙ্গে এই ভাইরাসের খানিক ফারাক রয়েছে। এখনও পর্যন্ত ১১৪ জনের দেহে হয়েছে নতুন এই ভাইরাসের সংক্রমণ। আর নতুন এই সংক্রমণ ছড়াচ্ছে খুব দ্রুত গতিতে। স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৯ হাজার মানুষ। এখন এই নয়া ভাইরাস নিয়ে চিন্তায়–আতঙ্কে কাঁপছে মানুষজন।
করোনার পর নতুন করে অর্থনীতি চাঙ্গা করতে মাঠে নেমেছিল ইউরোপের দেশগুলি। কিন্তু ফের কীভাবে বাজার চাঙ্গা হবে ইউরোপের সেই বিষয়ও ভাবাচ্ছে তাঁদের। অনেক বিশেষজ্ঞই বলছে এটা হয়তো করোনায় দ্বিতীয় থাবা। এই ভাইরাস নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন বিশেষজ্ঞরা।
স্পেনে চালু হয়েছিল ট্যুরিজমও। এতদিন গৃহবন্দি থাকার পর অনেক মানুষই বেরিয়ে পড়েছেন। এমনকী মেনে চলা হয়নি সামাজিক বিধিও। একাংশের দাবি, স্পেনের নাইট লাইফ নতুন করে সংক্রমণ ডেকে আনছে। অনেক ডিস্ক, নাইট ক্লাব ভোর পাঁচটা পর্যন্ত খোলা থাকছে। এছাড়াও পার্টি লেগেই থাকছে। অর্থনীতিকে চাঙ্গা করতেই জোর দেওয়া হয়েছিল নাইট ক্লাবগুলির উপর। সেখান থেকেই দ্বিতীয় দফার শুরু বলে মনে করা হচ্ছে।